সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৮ ১২:০৫

মির্জা ফখরুলের ফেসবুকে কোন আইডি-পেজ নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে কোন আইডি এবং পেজ নেই বলে জানিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভীর অভিযোগ, কে বা কারা তার নামে ভুয়া ফেইসবুক একাউন্ট খুলেছে। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কোনো ফেসবুক একাউন্ট নেই। বুধবার নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

এদিকে, ফেসবুকে তার নামে ভুয়া আইডি-পেজ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ফখরুল, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার বিকালে ঢাকার পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেনও তিনি।

বিএনপির প্যাডে লেখা জিডির আবেদনে বলা হয়, “আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক একাউন্ট কে বা কারা চালু করেছে। আমি নিজে কোনো ফেসবুক একাউন্ট খুলিনি।”

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহা সচিব বি এনপি’ নামে একটি আই‌ডি জনৈক মহিউদ্দিন ভুঁইয়া খুলেছেন বলে তথ্য পাওয়ার কথাও জিডিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

ফখরুলের নামে ফেসবুকে অনেকগুলো ফেইসবুক আইডির সন্ধান পাওয়া যায়। এরমধ্যে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহা সচিব বি এনপি’ আইডির লাইক সংখ্যা সাড়ে ৪ লাখের বেশি; এর ফলোয়ার প্রায় ৫ লাখ।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার এসআই সুলতানা রহমান।

আপনার মন্তব্য

আলোচিত