সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৮ ১১:৫৪

বিকল্পধারা থেকে বি চৌধুরী, মান্নান-মাহীকে ‘অব্যাহতি’

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশের একাংশ।

শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন নুরুল আমীন ও বাদল।

বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমীন বেপারীকে সভাপতি ও শাহ আহমদ বাদলকে মহাসচিব করে দলটি নতুন কমিটি ঘোষণা করেছে।

নুরুল আমিন বলেন, ‘দলীয় গঠন তন্ত্র অনুযায়ী বিকল্প ধারা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।’

শাহ আহম্মেদ বাদল বলেন, ‘প্রেস ক্লাবে আমাদের হল বুকিং দেওয়া থাকলেও হঠাৎ করে তা বাতিল করে দেওয়া হয়। তাই আজকে এখানে (প্রেস ক্লাব চত্বরে) ঘোষণা দিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘বি. চৌধুরী অত্যন্ত ভালো মানুষ। কিন্তু তার ছেলে মাহী চৌধুরীর কূটচালে তিনি শেষ পযন্ত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেননি।’

এদিকে এই অব্যাহতি প্রসঙ্গে বিকল্পধারার মহাসচিব মান্নান বলেন, ‘শাহ আহম্মেদ বাদলকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। আর নুরুল আলম ব্যাপারী গত ৪ বছর দলে নিষ্ক্রিয় ছিলেন। সুতারাং তাদের এই কমিটিকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তার কোনও প্রতিবাদও করবো না।’

আপনার মন্তব্য

আলোচিত