সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৮ ১৬:৫৭

আইসিটি মামলার জামিন নামঞ্জুর, কারাগারে খসরু

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’–এর ঘটনায় সায়ের করা আইসিটি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ অক্টোবর) খসরুর জামিন আবেদনের ওপর শুনানি শেষে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ৪ আগস্ট কোতোয়ালি থানায় আইসিটি আইনে মামলাটি করেন।

এই মামলায় এত দিন জামিনে ছিলেন খসরু। আজ (রোববার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানা যায়, আজ (রোববার) রাষ্ট্রপক্ষ জামিন বাড়ানোর আবেদনের বিরোধিতা করেন। আদালতে মহানগর গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ ফোনালাপের অডিওটি বাজিয়ে শোনান। পরে বিচারক জামিন নামঞ্জুর করে খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা ও তাঁর নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত