সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৮ ১৩:০৩

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি!

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। রোববার (২৫ নভেম্বর) রাতে বিএনপির ছয় নেতাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে দলের একটি সূত্র নিশ্চিত করে।

জানা গেছে, রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ ছয় জনকে মনোনয়নের চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মওদুদ আহমদ।  মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পর আজ (সোমবার) সকালে  নিজের নির্বাচনি এলাকায় গেছেন তিনি । তার ব্যক্তিগত সহকারী মোমিনুর রহমান সুজন বলেন, ‘স্যার মনোনয়নের চিঠি পেয়েছেন রোববার। সোমবার সকালে তিনি নোয়াখালীতে তার নির্বাচনি এলাকায় এসেছেন।’

ভোলা- ৩  আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। তার স্ত্রী দিলারা হাফিজ সোমবার (২৬ নভেম্বর) বলেন, ‘উনি মনোনয়নের চিঠি পেয়েছেন। এখন  তিনি মামলার বিষয়ে কোর্টে আছেন। আজ না হলেও মঙ্গলবার এলাকায় যাবেন।’ 

এবিষয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মনোনয়ন দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় কোনও সিদ্ধান্ত হয়নি, হলে আপনাদের জানানো হবে।’

আপনার মন্তব্য

আলোচিত