সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৮ ১৯:১৫

‘সিইসির ভাগ্নের নৌকার প্রার্থীতায় প্রমাণ করে তিনি নিরপেক্ষ নন’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয়, তার প্রমাণ হল প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু পটুয়াখালী- ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ আসনেই আমরা দু’জনকে দলীয় মনোনয়নের চিঠি দিচ্ছি। দলের সিনিয়র নেতা ছাড়া প্রায় প্রতিটি সংসদীয় আসনেই এটা করা হচ্ছে। যাতে কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে, অন্যজন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।’

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন ব্যর্থ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট হয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। প্রশাসনে রদবদলের কথা বলেছিলাম। কিন্তু, তারা তা করেনি।’

তিনি বলেন, ‘নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আমাদের মনে যে সন্দেহ, তা দূর করতে পারেনি নির্বাচন কমিশন। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি।’

আপনার মন্তব্য

আলোচিত