সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪০

অন্ধকারে ঢিল ছুড়লে হবে না: কাদের

বিএনপি প্রার্থীদের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আঁতাত ছিল বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তথ্য-প্রমাণ দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপির নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করেছে, প্রমাণ কী? তথ্য-প্রমাণ দিতে হবে। অন্ধকারে ঢিল ছুড়লে হবে না।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন যারা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবেন, তারা নির্বাচন বানচালেরই চক্রান্ত করছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এই দল দুর্নীতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে তাদের। সন্ত্রাসী ও দুর্নীতিপরায়ণ দল হিসেবে যে দুর্নাম, সেটি তারা কিভাবে ঘোচাবে? তাদের সাংগঠনিক শৃঙ্খলা নেই, এজন্য এভাবে মনোনয়ন বাণিজ্য হয়েছে। দুর্নীতিটা তাদের রক্তের সঙ্গে মিশে গিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত