সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৮ ০০:৫১

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের হট্টগোল, স্লোগান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে হট্টোগোল করেছেন। একই সাথে তারা বিভিন্ন রকম প্রতিবাদী স্লোগানও দেয় এসময়।

শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত তালিকা ঘোষণার পরই নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবি করে বঞ্চিতদের সমর্থকরা।

মির্জা ফখরুল তালিকা প্রকাশ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দেয় বঞ্চিদের সমর্থকরা৷

এর মধ্যে রয়েছে পিরোজপুর-২ আসনের বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর (সুমন), বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়া, নরসিংদী-৩।

সানাউল্লাহ মিয়া সমর্থকরা বলছেন, সানাউল্লাহ মিয়া বেগম খালেদা জিয়ার আইনজীবী৷ তিনি বহু বছর ধরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে চলেছেন। তাকে দলের মনোনয়ন বঞ্চিত রাখা মানা যায় না৷ সানাউল্লাহ মিয়াকে মনোনয়ন অবশ্যই দিতে হবে৷

এর আগে শুক্রবার সন্ধ্যায় ২০৬ প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা অনেক যাচাই-বাছাই ও বিবেচনা করে আজকে এই প্রার্থীদের নাম ঘোষণা করছি। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রার্থী দিয়েছি৷

প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরপরই বঞ্চিতদের সমর্থকরা গুলশানে বিক্ষোভ শুরু করেন।

আপনার মন্তব্য

আলোচিত