সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:২০

আজ সংসদে যাচ্ছেন মাশরাফি

বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় সংসদ অধিবেশনে প্রথম দিনে যোগ দিতে পারেননি নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

তবে রোববার প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেবেন তিনি। শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাশরাফি।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ৩০ জানুয়ারি। কিন্তু বিপিএলে ব্যস্ত থাকার কারণে মাশরাফি সংসদ অধিবেশনে যোগ দিতে পারেননি।

শনিবার কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিপিএলের প্রাথমিক পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। আজ (রোববার) খেলা নেই। কিন্তু বিশ্রাম নেয়ারও সুযোগ নেই। আজ মাশরাফি যাবেন সংসদে। আগামীকাল সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে মাশরাফির রংপুর রাইডার্স।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আপনার মন্তব্য

আলোচিত