সিলেটটুডে ডেস্ক

০২ আগস্ট, ২০১৫ ১২:১৫

বিচারিক আদালতে আনোয়ার, মিন্টু, আমানের আত্মসমর্পণ

হাইকোর্ট থেকে জামিন বাতিল করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশের প্রেক্ষাপটে নাশকতার ৮৯ মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বিএনপির তিন নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান রোববার আদালতে উপস্থিত হয়ে এসব আবেদন জমা দেন।

তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, “ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত ও মহানগর দায়রা জজ আদালতে তাদের আবেদনগুলো জমা দেওয়া হয়েছে।”

এর মধ্যে আমান ৭০ মামলায়, এম কে আনোয়ার ১০ মামলায় এবং মিন্টু ৯ মামলায় আত্মসমর্পণ করেছেন। বেলা আড়াইটার দিকে সংশ্লিষ্ট আদালতে এসব মামলার শুনানি হতে পারে বলে তাদের আইনজীবী জানিয়েছেন।

বিএনপির এই তিন নেতা হরতাল-অবরোধে নাশকতার ৫২ মামলায় হাই কোর্টে আগাম জামিন পেয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গত ২৭ জুলাই জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

আপনার মন্তব্য

আলোচিত