নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৯ ২১:৩০

সিলেট জেলা বিএনপির ৩২ নেতাকর্মী বহিষ্কার

দলের সিদ্ধান্ত অমান্য করায় সিলেট জেলা বিএনপির ৩২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির  কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ ও সহযোগিতা করায় অভিযোগে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, সিলেট জেলা বিএনপি’র সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জিল্লুর রহমান সোয়েব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র উপদেষ্টা শামছুল আলম, বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা সুন্দর আলী, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা এডভোকেট মাওলানা রশীদ আহমদ, বিএনপি নেত্রী ও জকিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াহইয়া বেগম, বিএনপি নেতা ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফজলে আশরাফ মান্না, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সদস্য জয়নাল আবেদীন, বিএনপি নেত্রী ও সিলেট জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি খোদেজা বেগম কলি, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হক, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সদস্য আহমদ নুর উদ্দিন, বিএনপি নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, বিএনপি নেতা ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, বিএনপি নোত ও বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জুবেল আহমদ, বিএনপি নেত্রী ও সিলেট জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, বিএনপি নেত্রী ও বিশ্বনাথ উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন, বিএনপি নেত্রী ও সিলেট জেলা মহিলা দলের সহ-সভাপতি স্বপ্না শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য আবিদুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুজ্জামান সুফী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র উপদেষ্টা মনির আলী নানু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা হারুন আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র উপদেষ্টা জহিরুল ইসলাম মুরাদ, বিএনপি নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল নেতা সাহেদ আহমদ, বিএনপি নেত্রী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক ও সিলেট জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌসি ইকবাল, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. গোলাম রব্বানী, বিএনপি নেত্রী ও বালাগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সেবু আক্তার মনি।

এছাড়াও ঐ প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভিন্ন জেলা ও উপজেলা নেতাকর্মীদের বহিষ্কার করার বিষয়টিও উল্লেখ করা হয়।

তারা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম শাহজাহান, মনজুর উদ্দিন আহমদ শাহীন, চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এস লিয়াকত হাসান, বিএনপি নেতা ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক খালেদুর রশীদ ঝলক, বিএনপি নেতা ও হবিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ জেলাধীন মাধবপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেত্রী ও বানিয়াচং উপজেলা মহিলা দলের আহবায়ক তানিয়া খানম, বিএনপি নেত্রী ও মাধবপুর উপজেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া আক্তার হেলেন, বিএনপি নেত্রী ও বাহুবল উপজেলা মহিলা দলের আহবায়ক নাদিরা খানম, বিএনপি নেতা ও লাখাই উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাউস আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত