সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৯ ১২:৪৯

বহিস্কৃত জামায়াত নেতার নেতৃত্বে নতুন সংগঠন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বহিস্কৃত সদস্য মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই সংগঠনের নাম ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’।

শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির সংস্কারপন্থি নেতাদের সঙ্গে নিয়ে নতুন এই সংগঠনের ঘোষণা দেন মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।

মঞ্জু দাবি করেছেন, তাদের এই রাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে তাদের এই সংগঠন।

এই সংগঠন ধরে পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, “এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে।”

নতুন এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, মাওলানা আব্দুল কাদের, মো. নাজমুল হুদা, মো. সালাহ উদ্দীন, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট তাজুল ইসলাম, গোলাম ফারুক, মোস্তফা নূর, কামাল উদ্দীনসহ অন্যরা। এরা প্রত্যেকেই এক সময় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত