সিলেটটুডে ডেস্ক

২৪ আগস্ট, ২০১৫ ১৫:৫৮

গণতন্ত্রের শত্রু ইনুর গণতন্ত্র শিক্ষা দেয়ার অধিকার নেই : বিএনপি

'গণবাহিনীর প্রতিষ্ঠাতা ও গণতন্ত্রের শত্রু হাসানুল হক ইনুর গণতন্ত্র শিক্ষার দেয়ার অধিকার নেই। ’৭২ এ গণবাহিনী সৃষ্টি করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছিল ইনুরা।'

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

রিপন এ সময় ‘৭৫ এ শেখ মুজিব হত্যার পেছনে ইনুর ভূমিকা জাতির সামনে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রিপন বলেন, 'শেখ হাসিনার দুর্ভাগ্য যে তার মন্ত্রিসভায় এমন কিছু লোক রয়েছে যারা তার পিতা শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন।'

ইনু রাজনৈতিক জীবন সম্পর্কে তিনি বলেন, 'ইনু ছিলেন গণতন্ত্রের শত্রু। তিনি কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি।'

ইনুর উদ্দেশ্য বিএনপির মুখপাত্র বলেন, ’৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আপনার প্রতিষ্ঠিত গণবাহিনীর ভূমিকা নিয়ে শুধু আমরা বলি না ক্ষমতাসীন দলের অন্যতম নেতা শেখ সেলিমও বলেছেন।'

ইনুকে প্রশ্ন রেখে তিনি বলেন, 'এতদিন খালেদা জিয়াকে গালিগালাজ করে মন্ত্রিত্ব টিকিয়ে রেখেছেন এখন শেখ সেলিমের মুখ বন্ধ করবেন কিভাবে।'

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আবদুল হালিম, মেজর জেনারেল মাহমুদুল হাসান, ব্যারিস্টার জিয়াউর রহমান, আবদুল লতিফ জনি, শামিনুর রহমানসহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত