নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০১৯ ১৯:৫৭

কাউন্সিলরদের ভোটেই নির্বাচিত হবে মহানগর যুবলীগের নেতৃত্ব

সমঝোতা নয়, ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে মহানগর যুবলীগের নেতৃত্ব। কাউন্সিলরা ভোটের মাধ্যমেই নিজেদের আগামী দিনের নেতা বাছাই করবেন।

শনিবার বিকেলে সিলেট রেজাস্টারি মাঠে মহানগর যুবলীগের সম্মেলের প্রথম পর্বে বক্তারা এমনটি জানিয়েছেন।

এরআগে সমঝোতার ভিত্তিতে যুবলীগের কমিটি গঠন হতে পারে, এমন গুঞ্জন শাোনা গেলেও তা উড়িয়ে দেন কেন্দ্রীয় নেতারা। রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় কবি নজরুল অডিটোরিয়ামে ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয় বলেও জানা গেছে।  

সন্ধ্যায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

এতে পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। এ কারনে বিশ্বের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে এই সাফল্যের ধারা ধরে রাখতে যোগ্য নেতৃত্বের যুবকদের এগিয়ে আসতে হবে।

সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট মহানরগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত