সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৯ ২১:২৩

সিলেটে ছাত্রদলের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অরেষ্টুরেন্টের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলা সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী, মহানগর সহ-সভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, জেলা সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল, সহ-সভাপতি মিনার হোসেন লিটন, সহ-সভাপতি সোহেল রানা, মহানগর যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর তুহিন, জেলা যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, যুগ্ম সম্পাদক দুলাল রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, সহ-সাধারণ সম্পাদক এম. শোয়েব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহরাজ ভুইয়া পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সৌরভ প্রমূখ।

সভায় সিলেট জেলার আওতাধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা এবং মহানগর আওতাধীন সকল কলেজ ও ওয়ার্ড শাখার গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী নেতৃবৃন্দকে ছবি সহ তাদের রাজনৈতিক সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আগামী ১৫ আগস্টের মধ্যে জেলা ও মহানগর দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে ছাত্রদলের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এই পদক্ষেপ বাস্থবায়ন করে সিলেট ছাত্রদলের সবগুলো ইউনিটকে সক্রিয় করার মাধ্যমে সকল স্তরে ছাত্রদলের কার্যক্রম আরো সুসংহত করতে আমরা বদ্ধ পরিকর।

আপনার মন্তব্য

আলোচিত