সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৪

কাদের-হাছানকে ‘বিজ্ঞাপন ম্যানেজার’ বললেন রিজভী

আওয়ামী লীগকে ‘মিথ্যার কোম্পানি’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই কোম্পানির বিজ্ঞাপন ম্যানেজার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,আর সরকারি বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।’

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পরিচলনা করে জাতীয়তাবাদী ওলামা দল।

রুহুল কবীর রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলায় তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রিজভী বলেন, আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছেন, টেনেটুনে ম্যাট্রিক পাশ করলে কি দেশের প্রতি মায়া থাকে! বাহ, প্রধানমন্ত্রী! আপনি কি বিএ পাস করেছেন? করতে পারেন। আপনার রেজাল্টও তো মানুষে জানে। জনগণ আপনাকে ভোট দেয় না, আর আপনি শিক্ষা নিয়ে অহংকার করেন।

এসময় রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশে আরও বলেন, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান তো ম্যাট্রিক পাসও করেননি। বিএ পাস করেননি বলে কি তাদেরও দেশপ্রেম নেই? আপনার কথায় তো সেটাই মনে হয়!

একাধিক জাতীয় নির্বাচনে শেখ হাসিনা বিভিন্ন আসনে পরাজিত হয়েছিলেন— সেদিকে ইঙ্গিত করে রিজভী বলেন, আপনি তো বিএনপির মাঝারি নেতার কাছেও হেরেছেন। খোকার (বিএনপি নেতা সাদেক হোসেন খোকা) কাছে হেরেছেন, মেজর মান্নানের (বর্তমানে বিকল্প ধারার মহাসচিব) কাছে হেরেছেন, জেড লেভেলের নেতা রংপুরের নূর মোহাম্মদের কাছেও ২০ হাজার ভোটে হেরেছেন। তাহলে আপনার শ্রেষ্ঠত্ব কোথায়? সে কারণেই অবান্তর কথা বলে জনগনের মন ভোলাতে চান। আর নির্বাচন করতে চান মিড নাইটে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কিসের গর্ব করেন। আপনার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসা-বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানো। আপনি আজকে আওয়ামী লীগের সভানেত্রী এটা তো জিয়াউর রহমানের দান।’

জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার কাছে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি হতে পারেন। কারণ ডাকাতরা যখন কারও বাড়িতে ডাকাতি করে তারা কি বলে আমরা অবৈধ কাজ করছি? কিন্তু যার বাড়ি ডাকাতি হয় সে বুঝতে পারে কী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের মালিক জনগণ তারা বুঝতে পারছে। তাদের ভোটাধিকার, চলাচলের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সেটা কি হরণ করেছে আওয়ামী লীগের এই ডাকাত সরকার? তিনি (প্রধানমন্ত্রী) তো অস্বীকার করবেন কারণ তিনি নিজেই তো ডাকাতি করছেন না। যারা গণতন্ত্রকে হত্যা করছেন তারা কি জিয়াউর রহমান সম্পর্কে ইতিবাচক কথা বলবেন? কারণ জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে তারা যে হত্যাকারী এটিতে প্রতিষ্ঠিত হয়ে যায়।’

এসময় উপস্থিত ছিলেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত