সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৫ ২১:৩০

শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেন: জেলা বিএনপি

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এম নুরুল হক বলেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে বাকশাল কায়েমের মাধ্যমে এদেশে গণতন্ত্র হত্যা করেন। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করেন। বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার পদাঙ্ক অনুসরণ করে গণতন্ত্রের লেবাসে দেশে বাকশালের রাজনীতি কায়েম করেছে। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলমান আন্দোলন ৭১’র মুক্তি সংগ্রামের চেতনার পক্ষে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম গণতন্ত্র পুণরুদ্ধার ও প্রতিষ্ঠার সংগ্রাম।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং তার আদর্শের অনুসারী কর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সংগ্রামকে চুড়ান্ত লক্ষ্যে পৌছে দিবে।

তিনি মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদুর রহমান চৌধুরী মিলুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, এড. আব্দুল গফফার, আবুল খায়ের শামীম, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম ময়ুর, এডভোকেট আনোয়ার হোসেন, মামুনুর রশীদ মামুন, কামরুল হাসান শাহীন, আব্দুল আহাদ খান জামাল, এডভোকেট মুজিবুর রহমান, সালেহা কবির শেপী, শামীম আহমদ, আবুল কাশেম, আব্দুল হান্নান, এডভোকেট ফখরুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুরমান আলী, পাপিয়া চৌধুরী, আব্দুর রহীম মল্লিক, আজির উদ্দিন চেয়ারম্যান, প্রবাসী বিএনপি নেতা আব্দুর রউফ, আহমদ আলী, বশির মিয়া, রফিকুল ইসলাম, আল মামুন খান, লায়েছ আহমদ,এইচ এম খলিল, আব্দুল লতিফ খান, সামসুর রহমান শামীম, আব্দুল মান্নান, প্রভাষক মঈন উদ্দিন, দিলওয়ার হোসেন, মঈনুল ইসলাম মঞ্জু, আশরাফ বাহার, আকবর আলী, মকবুল আলী, পাবেল আহমদ, ফয়জুল,হেলাল আহমদ, আলী আহমদ, জমির উদ্দিন, শাহাব উদ্দিন, অলিউর রহমান অলি, আজাদ মিয়া, রুহেল আহমদ কামাল, এডভোকেট শফিউল আজম, এডভোকেট ইসরাফিল আলী, ফখরুল আলম, ইসলাম উদ্দিন, আলাউদ্দিন, ফারুক আহমদ, মুরাদ হোসেন, হানুর ইসলাম ইমন, আব্দুল মালেক, সালাহ উদ্দিন, হোসেন আহমদ সুহেল, সোহেল আহমদ, সুমন আহমদ বিপ্লব, মাছুম পারভেজ, সুহেল ইবনে রাজা, এডভোকেট সুহেদুল ইসলাম সুহেদ, আলী আকবর রাজন, মিজানুর রহমান, মকসুদুল করিম নুহেল, কয়েছ আহমদ, মঈনুল ইসলাম পাপ্পু, আবু রায়হান রাজু, সালেহ আহমদ, শাহান আহমদ, মোস্তাক আহমদ, ফখরুল আহমদ, জাকির হোসেন, মিছবাহ উদ্দিন, লতিফ আহমদ, রকিব আহমদ, নুরুল ইসলাম শিপন, রিপন আহমদ শাহরিয়ার, ইয়াসিন আহমদ শাহীন,

সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করে দোয়া করা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম ইলিয়াস আলী, ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীকে অবিলম্বে অক্ষত অবস্থায় ফেরত দিতে সরকারের প্রতি জোর দাবী জানান।

সভায় কারাঅন্তরীন জকিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত