সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৯ ১৯:৫৫

সিলেট বিএনপির প্রথম সভায় দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা সম্পন্ন

নবগঠিত সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভারতের সাথে সরকারের দেশের স্বার্থবিরোধী চুক্তি সমূহ বাতিলের দাবি জানানো হয়।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর দরগাগেইট সংলগ্ন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও জেলার আওতাধীন সকল উপজেলা-পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানানো হয়।

সভার শুরুতেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।  কারান্তরীণ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় ও মামলা সমূহ প্রত্যাহারের দাবি জানানো হয়।

সভায় বিগত গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে শাহাদাতবরণকারী সকল নেতাকর্মীদের স্মরণ করা হয়। এছাড়া সভায় সিলেট বিভাগ উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান, বিএনপি নেতা খন্দকার আব্দুল মালিক, অ্যাডভোকেট শহীদ আলী, লুৎফুর রহমান ও বেগম ফাতেমা চৌধুরীসহ সিলেটের প্রয়াত নেতৃবৃন্দকে স্মরণ করা হয়। সভা থেকে সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধানের দাবি জানানো হয়।

সভায় সম্প্রতি ভারতের সাথে সরকারের দেশের স্বার্থবিরোধী চুক্তি সমূহের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনের ১ম শহীদ আখ্যা দিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়াও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে পুলিশের গুলীতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলকে স্মরণ করা হয়। সভায় অবিলম্বে সংসদ ভেঙ্গে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গাফফার, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ আহমেদুর রহমান চৌধুরী মিলু, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, বিশ^নাথ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা সভাপতি ওসমান গণি, ওসমানীনগর উপজেলা সভাপতি সৈয়দ মোতাহির আলী, বিয়ানীবাজার উপজেলা সভাপতি নজমুল হোসেন পুতুল, জৈন্তাপুর উপজেলা সভাপতি এনায়েত উল্লাহ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ শাহাবুদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ডা: আব্দুল গফুর, বালাগঞ্জ উপজেলা সিনিয়র সহ-সভাপতি সিরাজুজ্জামান খান, জকিগঞ্জ উপজেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহীদ মাসুক, কানাইঘাট পৌর সভাপতি শরীফুল হক, বিশ^নাথ উপজেলা সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক তসলিম আহমদ নিহার, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ওসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক তাজ মোঃ ফখর উদ্দিন, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, কানাইঘাট পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, কোম্পানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর, গোয়াইনঘাট উপজেলা ১ম যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জকিগঞ্জ উপজেলা ১ম যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রানু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।



আপনার মন্তব্য

আলোচিত