নিউজ ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৪১

আন্দোলনের মুখে ইলিয়াসকে ফিরিয়ে দিতে বাধ্য হবে সরকার: মানববন্ধনে বক্তারা

ইলিয়াস আলীকে সরকারই লুকিয়ে রেখেছে। অবিলম্বে তার সন্ধান না দিলে কঠোর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হবে। আরসেই আন্দোলনের মুখে ইলিয়াস আলীকে বের করে দিতে সরকারকে বাধ্য করা হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান দাবীতে মানববন্ধন কর্মসূচীতে এমন হুশিঁয়ারী উচ্চারন করেছেন বক্তরা।

বৃহস্পতিবার দুপুরে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ এবং যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের আযোজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ মো. মকন মিয়া, এডভোকেট এটিএম ফয়েজ, ফরহাদ চৌধুরী শামীম, তারেক কালাম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল ওয়াহিদ সুহেল, দিপক, জাকির হোসেন, যুবদল নেতা বাপ্পু সেন সহ অসংখ্য নেতাকর্মী।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গুম-খুন আর নির্যাতনের মাধ্যমে সরকার ভিন্নমতকে দমিয়ে রাখার মাধ্যমে ক্ষমতায় অধিষ্টিত থাকতে চায়। কিন্তু সরকারের সময় ফুরিয়ে এসছে। নিপীড়িত জনতা নিরব বিপ্লবের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করবে বলেও দাবী করেন বক্তারা।

 

আপনার মন্তব্য

আলোচিত