নিউজ ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ০০:২৪

সরকারী প্রতিষ্ঠানে স্থানীয়দের নিয়োগ দেয়ার দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন

সিলেটের বিভিন্ন সরকারী অফিস-আদালতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সিলেটের স্থানীয় লোকদের চাকুরী দেয়ার দাবীতে সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল ২১ অক্টোবর বুধবার দিনব্যাপী গণস্বক্ষর কর্মসূচী ঐতিহাসিক কোর্টপয়েন্টে অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচীতে স্কুল, কলেজ, মাদরাসা সহ সকল শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গণস্বাক্ষরে অংশ গ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কর্মসূচী চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রায় দুই হাজার জনগণ স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু, যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান জুনু, প্রবীণ আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, জি.এম জিন্নাহ চৌধুরী, কলামিষ্ট মনির উদ্দিন, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, যুবলীগ নেতা এডভোকেট জুয়েল, এডভোকেট সেলিম আহমদ, প্রবীণ রাজনীতিবিদ মবশ্বির আলী, গণদাবী পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, কাজী আব্দুল মুনিম, মাওলানা এডভোকেট আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, সংগঠনের কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আফছর আহমদ, বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী, মেহবুব আহমদ, আব্দুল মালিক, সিলেট কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক রুহেল আহমদ, আখলাক আহমদ চৌধুরী, নজরুল ইসলাম চুন্নু, আব্দুল বাছিত মুজাহিদ, আব্দুর রহিম, সোহেল আহমদ, খালিক চৌধুরী, আহাদ আল মাহমুদ টিটু, তাজির আলী, মোঃ আনছার উদ্দিন, মনির উদ্দিন, হেলাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ, আলহাজ্ব সুরুজ আলী, আবুল কালাম আজাদ, খালেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক, দৈনিক সিলেট সুরমা পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক এম.এ খালিক প্রমুখ।

গণস্বাক্ষর শেষে নেতৃবৃন্দ সিলেটের স্থানীয় লোকদের চাকুরী দেয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির হস্তক্ষেপ কামনা করেন। 

আপনার মন্তব্য

আলোচিত