সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৫ ২২:৫৭

যুবমৈত্রী নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ যুবমৈত্রী সিলেট মহানগর কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যুবমৈত্রী নেতা শহীদ রাসেল আহমদ খান হত্যার বিচারের দাবিতে বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রজন্ম চত্ত্বরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী।

যুবমৈত্রী সিলেট মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্রের সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইউসূফ আহমদের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি কমরেড আবুল হোসেন. জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, নারী মুক্তি সংসদ সিলেট জেলার সভানেত্রী ইন্দ্রানী সেন শম্পা, যুবমৈত্রী মহানগর কমিটির সহসভাপতি শামীম মজুমদার, মুহিত খান, লিয়াকত আলী, যুবমৈত্রী মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী, ছাত্রনেতা মো.রোকন উদ্দিন, মো. মনিরুল ইসলাম, রেহান আহমদ, শ্রীবাস মুন্ডা, অরুণ মাল, পিউরী আক্তার, যুবনেতা হিমেল আলম চৌধুরী, মো. জুয়েল, শাহাবুদ্দিন আহমদ, সাহা আলম, হরী বাবু, শাহানা আক্তার নয়ন, খাদিজা নাসরিন সোমা প্রমুখ।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন যুবমৈত্রী নেতা শহীদ রাসেল আহমদ খান।

আপনার মন্তব্য

আলোচিত