নিউজ ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৫ ২০:৫৬

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট পর্তুগালের অর্থ বিতরণ

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট পর্তুগাল এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়াম হলে তিনটি ইউনিয়নের ৬০জন দুস্থ, গরীব-অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

উদীচী শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজার এর সদস্য তন্ময় কুমার পাল এর সঞ্চালনায় এবং বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট পর্তুগাল এর সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে উক্ত মহতি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রুকসানা বেগম, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি দয়াময় কুমার দে, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজার শাখার আহ্বায়ক সারওয়ার হোসেন, সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট পর্তুগাল এর সদস্য মিজান আহমদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য সচিব মোঃ আকছার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থা’র সহ সভাপতি আবুল হোসেন খসরু, সাংবাদিক মোহাম্মদ জসিম উদ্দিন, মুড়িয়া ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি সেলিম আহমদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, প্রবাসী নেতৃবৃন্দরা দেশের যে কোন দূর্যোগ পূর্ণ মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়ান। তারা তাদের কষ্টার্যিত টাকা আমাদের দেশের অসহায় গরীব মানুষদের সাহায্যে বিতরণ করেন। তাদের পাঠানো রেমিটেন্স আমাদের রিজার্ভ বাড়াচ্ছে। আমরা আশাকরি তাদের এ সহযোগীতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম রিপন বলেন, আমাদের সংগঠনটি নতুন হলেও ইতমধ্যে আমরা সংগঠনের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে গরীব অসহায়দের সহযোগীতা করে আসছি। আমাদের কোন প্রতিনিধি না আসায় আমরা সেভাবে পরিচিত হতে পারিনি। আপনাদের সহযোগীতা পেলে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত