ডেস্ক রিপোর্ট

৩১ অক্টোবর, ২০১৫ ১৬:২৯

মোগলাবাজার ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই আন্দোলনের ডাক দিবে তখনই নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন সংগ্রামে এক যুগে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। বর্তমান শেখ হাসিনার সরকার ভোটারবিহীন নির্বাচন করে অবৈধ ভাবে ক্ষমতায় বসে আছে। তার এই ক্ষমতা চিরস্থায়ী নয়। গণতন্ত্র উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি গতকাল রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ সুরমা উপজেলা মোগলাবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি নামর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল, হাজী রওয়াব আলী, হাজী বাবুল মিয়া, হাজী আতাউর রহমান টুনু মিয়া, হাজী তেরা মিয়া, ইসমাইল আলী কটাই, দুদু মিয়া, আছমত আলী মেম্বার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা বাদশা মিয়া, আজিজুর রহমান বকুল, সামছু মিয়া, জিল্লুর রহমান জনু, নূরুল ইসলাম মেম্বার, মুহিবুল ইসলাম, আফতারুল ইসলাম, ফয়জলুর রহমান, নজরুল ইসলাম, পংকী মেম্বার, সামসুল ইসলাম হিরা, আব্দুল আহাদ পাবলু, আলাউদ্দিন, চান্দ আলী, পংকী মিয়া, আজমল আলী, জামাল আহমদ, সালেহ আহমদ, ছাইফুল ইসলাম মেম্বার, নূর মিয়া, আব্দুল হক, ছালেহ আহমদ, জাহাঙ্গীর আলম লকুছ, ময়নুল ইসলাম মঞ্জু, সোহেল ইবনে রেজা, নুরুজ আলী, খলিল মিয়া, ইসলাম উদ্দিন, বাবুল মিয়া, সাজিব মিয়া সহ ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ। সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।  

আপনার মন্তব্য

আলোচিত