ডেস্ক রিপোর্ট

০১ নভেম্বর, ২০১৫ ২১:১০

সিলেটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী

“জেগেছে যুব, জেগেছে দেশ - লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার ১ নভেম্বর সকাল ১০টায় সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, ঋণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ।

সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আমির আজম খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডি.আই.জি মোঃ মিজানুর রহমান পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব মতিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক ফরিদ উদ্দিন, জেলা সরকারী হাঁস-মুরগী খামারের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা প্রাণীসম্পদ অফিসের সহকারী পরিচালক ডাঃ রফিকুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, আ লিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মিজানুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের কো-অডিনেটর এস.এ.এম কবির। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাননানের পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় যুব পদকপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলার প্রথম সফল আত্মকর্মী রাধা কৃষ্ণ রায়, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস)’র সভাপতি সফল আত্মকর্মী এম.এ নাসির সুজা, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শ্রেষ্ঠ যুব সংগঠক মোঃ এহছানুল হক তাহে, অংশ গ্রহণকারী যুব সংঠন, আত্মকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, আদর্শ যুব সংঘ (আযুস)’র সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবীব, সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সরকার কুয়েল হ্যাচারীর পরিচালক আব্দুর রহমান, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেটের সভাপতি ছাদিকুর রহমান, মুনালিসা লেডিস টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ফরিদা আলম, কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব পদকপ্রাপ্ত শামীমা ফেরদৌস চৌধুরী, মোঃ আব্দুল আহাদ শাহীন, জামাল খান ও রাবেয়া আক্তার রিয়া। এছাড়াও রাশেদুজ্জামান রাশেদ, জাবেদুল ইসলাম দিদার, শারমিন কবির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী জয়নুল আবেদীন ও মওদুদ হাসান, গীতা পাঠ করেন বিপ্রদাশ বিশু বিক্রম।

প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ বলেন, যুব সমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপরই অনেকাংশে নির্ভরশীল। কেননা তাদের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিম-ল। যুবকদের উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি যুবকদের সেবামূখী ও দেশ উন্নয়নমূলক কর্মকান্ডে ভূমিক রাখার আহবান জানান।
বিকেলে সিলেট এমসি কলেজ মাঠে যুবক সংগঠনগুলোর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত