নিউজ ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৫ ১৮:১৪

যুব সমাজ স্বোচ্চার হলে সমাজ থেকে অপরাধ নিমূল করা সম্ভব: আশফাক আহমদ

বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন উপদেষ্টা নির্বাচিত হওয়ায়, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদকে উপজেলার খাদিম নগর ইউনিয়নের ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থা গভঃরেজিঃ নং-১২৩৭/১৪ এর নব নির্বাচিত কার্যকরী পরিষদের পক্ষ থেকে  ৪ নভেম্বর বুধবার রাতে এক সংবর্ধনা প্রদান করা হয়।

সংস্থার সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ উস্তার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম তারা মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকলাল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপজেলা সভাপতি  আনছার আলী, ছাত্রলীগ নেতা কফিল আহমদ, শাহদত হোসেন, সংস্থার সহ-সভাপতি ফখরুল ইসলাম সোহগ, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, অর্থ সম্পাদক কছির মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদ ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল বাছিত, প্রচার সম্পাদক বশির আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মালিক, নির্বাহী সদস্য সাহেদ আহমদ, আব্দুল মুকিত প্রমুখ।


সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, এলাকার সামাজিক শৃঙ্খলা সুন্দর রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে যুব সমাজ স্বোচ্চার হলে সমাজ থেকে অপরাধ নিমূল করা সম্ভব। এই যুব সমাজের মাধ্যমেই এলাকার উন্নয়ন, অগ্রগতি তরান্বিত হবে। তাই যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত