ডেস্ক রিপোর্ট

০৬ নভেম্বর, ২০১৫ ০১:৫৪

ভালোবেসে শীতার্তদের পাশে সৌহার্দ্য

ঋতুচক্রের আবর্তনে এক এক ঋতুতে মানুষের জীবনযাত্রায় যুক্ত হয় পরিবর্তনের ধারায় ভিন্ন ভিন্ন মাত্রা, শীত নামার সময় এসে গেছে। ধীরে ধীরে শৈত্য প্রবাহের তীব্রতায় আচ্ছন্ন হয়ে যাবে। এক একটি শৈত্য প্রবাহ ধেয়ে আসবে, আর জনজীবন হয়ে পড়বে স্থবির ও বিপর্যস্ত নেমে আসবে কুয়াশার ঘন আস্তরণ, ঢাকা পড়ে যাবে সূর্যের মুখ, রৌদ্রের তেজ থাকবে না। হাড়কাঁপানো শীতে আত্মরক্ষার সঙ্গত উপায়-উপকরণ নেই এদেশের দারিদ্র্য-আচ্ছন্ন বিশাল জনগোষ্ঠীর। এক খণ্ড গরম কাপড়ের আশায় গরীব দুস্থ পরিবারের সদস্যরা বিত্তবানদের দিকে তাকিয়ে থাকবে। এক টুকরো গরম পোশাকই পারে ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে। প্রতি বছর এই সব মানুষের জন্য কেউ কেউ তাদের সাধ্য মত বাড়িয়ে দেন সাহায্যের হাত।

আসুননা আমরাও তাদের পাশে দাঁড়াই। যার যেটুকু সামর্থ্য তা দিয়ে যদি আমরা সাহায্য করি। হোকনা সেটা একশ, পাঁচশ বা হাজার টাকা কিংবা তারও বেশী। আসুন নিজেদের মানুষ পরিচয়টাকে আবারো জাগ্রত করি। শীতার্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ায়।

আপনাদের পাঠানো সাহায্য থেকে এবার পঞ্চগড় জেলার দরিদ্র শীতার্ত মানুষদেরকে কম্বল বিতরণ করা হবে।

সাহায্য পাঠানোর নিয়মঃ
আপনার যেকোন পরিমাণ সাহায্য আগামী ২৫শে ডিসেম্বরের মধ্যে পাঠাতে পারেন নিমোক্ত ঠিকানায় -

বিকাশ (পার্সোনাল) :
১. ০১৮২৯-৩৯৭৯০৫ (মারজান)


ডাচ-বাংলা ব্যাংকঃ
১. নামঃ A M Zobaer 
একাউন্ট# ২১২-১৫১-৩৭৩৩৪ 
২. মোবাইল ব্যাংকিংঃ ০১৮২৯-৩৯৭৯০৫-২ (মারজান)


যেকোন প্রয়োজন বা তথ্যের জন্য যোগাযোগঃ 

* ০১৭২৫-২৫৮৩২৪(জুবায়ের)
* ০১৮২৯-৩৯৭৯০৫ (মারজান) 
* ০১৭৫০৯৭১৬৯৮ (সাকিব)
* ০১৬৮৭৪০৩৯৩০ (প্রশান্ত)

স্বচ্ছতা রাখার জন্য আপনার পাঠানো সাহায্যের আপডেট সাথে সাথেই করা হবে। হিসাব পাবেন এখানেওঃ https://goo.gl/GZbTqP 

ইভেন্ট লিঙ্ক:

https://web.facebook.com/events/1663647213879258/ 

 

 

আপনার মন্তব্য

আলোচিত