ডেস্ক রিপোর্ট

০৭ নভেম্বর, ২০১৫ ১৯:৩৪

দেশের গণতন্ত্র রক্ষার্থে আরও একটি বিপ্লব অপরিহার্য: নুরুল আলম সিদ্দিকী খালেদ

জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ নগরীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলে সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সভাপতিত্বে ও মহানগর যুগ্ম সম্পাদক রুমেল শাহ’র পরিচালনায় মহান ৭ই নভেম্বরের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ বলেন, সংবাদপত্রের স্বাধীনতা,ইসলামী মুল্যবোধ,সার্বভৌমত্ব,গনতন্ত্র, আইনের সু-শাসন প্রতিষ্টিত করেন বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান" ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

এদিনে সিপাহী জনতার বৃহত্তর ঐক্য মুক্তিপিয়াসী জনতাকে দিয়েছিল বহুল আকাঙ্খিত মুক্তি। ক্যান্টনমেন্ট এর বন্দীদশা হতে স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে আনার পর ঢাকার রাজপথে সেদিন দেশপ্রেমিক সৈনিকদের কাঁধে কাঁধ মিলিয়ে উল্লাসে ফেটে পড়েছিল মুক্তির আনন্দে উদ্বেলিত হাজার হাজার জনতা। চলমান দেশের গণতন্ত্রকে পূনরুদ্ধার করতে দেশের গণতন্ত্র রক্ষার্থে আর একটি বিপ্লব অপরিহার্য তাই দেশের ছাত্র জনতা সহ সকলকে কাধে কাধ মিলিয়ে ঘামের সাথে ঘাম মিশিয়ে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় একযুগে সংগ্রাম করে যেতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম, কবির উদ্দিন, ডি এইচ খান মিশু, আবু হানিফ, মির্জা জাহেদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সৈয়দ সারোয়ার রেজা, এম এ মতিন, জামিল আহমদ, অলি চৌধুরী, জামিল আহমদ তালুকদার, বদরুল ইসলাম, জি এম সেলিম, সাকি আজিজ, জাবেদ আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন দিনার, বেলাল আহমদ, এম এ সামাদ, ফয়জুল ইসলাম ফয়জু, সোহেল রানা, ফয়জুল হক রাজু, মোঃ এলিন শেখ, এনামুল হক, ফরহাদ আহমদ, শেখ নয়ন, মোর্শেদ, শাহেদ, মামুন, আজাদ, মঈন, সালেহ, কবির, জাকি প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত