সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৫ ১৮:৩৯

রাজন ও রাকিব হত্যার রায় দ্রুত হওয়ায় এম সি কলেজে আনন্দ মিছিল

সিলেটের আলোচিত শিশু শেখ সামিউল আলম রাজন এবং খুলনার শিশু রাকিব হত্যাকান্ডের রায় দ্রুততম সময়ে ঘোষণায় সরকারকে ধন্যবাদ জানিয়ে ‘আমরা রাজন, এম সি কলেজ, সিলেট’ এর ব্যানারে আনন্দ মিছিল করেছে এমসি কলেজ সিলেটের ছাত্র-ছাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে এম সি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা আনন্দ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছাত্রছাত্রীরা দ্রুততম সময়ে এ রায় কার্যকর করার সাথে সাথে দেশের অন্যান্য হত্যাকান্ডেরও দ্রুত বিচার করার দাবী জানায়।

তারা জানায়, শিশু রাজন ও রাকিব হত্যাকান্ডের বিচার যেভাবে দ্রুততার সাথে করা হয়েছে তা এদেশের বিচারব্যবস্থার জন্য অনুকরণীয়। দেশের সকল হত্যাকান্ডের বিচারও যাতে একইভাবে দ্রুততার সাথে করা হয়।

তারা আরও বলেন, প্রত্যেকটি হত্যাই নিন্দনীয় এবং ঘৃণিত। দেশের প্রত্যেকটি হত্যাকান্ডের সুষ্ঠু ও প্রশংসনীয় রায় দ্রুততার সাথে দান করার জন্য সংশ্লিষ্ট সকলের সচেষ্ঠ হওয়া দরকার।

এ সময় তারা অবিলম্বে এসব রায় কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ১৭ বিচারিক কার্যদিবসের মধ্যে রাজন হত্যা এবং ১০ বিচারিক কার্যদিবসের মধ্যে রাকিব হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। যাতে মোট ৬ জনের ফাঁসিসহ অন্যান্যদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত