সংবাদ বিজ্ঞপ্তি

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ০৪:১৮

শুক্র ও শনিবার বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সম্মাননা অনুষ্ঠান

বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ (বাশিসাসাপ) ও ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন (ডিআরএফ)-এর আয়োজনে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০১৬, বিকাল ৩টায় সিলেট মহানগরী দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভা হলে বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সম্মাননা অনুষ্ঠান-২০১৫ ও বাংলা ভাষা আন্দোলনে সিলেট এবং সিলেট-শিলচরে বাংলা ভাষা আন্দোলন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষাসৈনিক ও দৈনিক মানবকণ্ঠ’র উপদেষ্টা সম্পাদক জাকারিয়া খান, ভাষা সংগ্রামী ও সাংবাদিক রফিকুজ্জামান, বিজ্ঞান যুগসন্ধিক্ষণের কবি হাসনাইন সাজ্জাদী।

বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সম্মাননা অনুষ্ঠানে এবার যারা সম্মাননা লাভ করছেন তারা হলেন, কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ, লোকসাহিত্যিক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, ভারতের লোকসাহিত্যিক ও গবেষক মহবুবুল বারী, সাংবাদিক ও গবেষক আবদুল হামিদ মানিক, কবি ও কথাশিল্পী লাভলী চৌধুরী, সাংবাদিক ও সমাজসেবী মিজানুর রহমান চৌধুরী, সাংবাদিক আল আজাদ, ভারতের সাংবাদিক ও সংগঠক মিলন উদ্দিন লস্কর, শিক্ষাবিদ ও সমাজসেবী মোহাম্মদ আব্দুল লতিফ, ইন্দো-বাংলা মৈত্রীর সেক্রেটারী সমাজসেবী ও সংগঠক শুভদীপ দত্ত, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, সাংবাদিক আবদুল কাদের তাপাদার, কবি ও সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল, সাংবাদিক ইকবাল মাহমুদ।

অনুষ্ঠানে সকল কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি ও সাহিত্যমোদীদের উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী কবি নুসরাত আরা টুম্পা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত