সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৬ ২২:২৮

গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়নে বিএনপিকে বিজয়ী করতে হবে : আবুল কাহের শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। দেশের সর্বত্র খুন, গুম, ধর্ষন দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত করার মাধ্যমে আওয়ামী সরকারের পতন আন্দোলন জোরদার করতে হবে। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির একটি দুর্জয় ঘাটি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ জনপদের প্রতিটি ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। এই গনজোয়ারকে বিজয়ে রুপান্তরিত করতে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি শনিবার গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নের মেহেরপুর বাজারে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী  গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জিলাল উদ্দিন জিলালের ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এলাকার বিশিষ্ট মুরব্বী প্রবীন বিএনপি নেতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুহিব আলীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা এস.এ রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাদেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিলাল উদ্দিন জিলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ময়ুর, সিলেট মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী। বক্তব্য রাখেন- বিএনপি নেতা এম.এ গফুর, রেজাউল করিম আলো, পৌর কাউন্সিলার হেলালুজ্জামান, তাহির উদ্দীন, ফরিদ উদ্দীন চৌধুরী, আবুল বাশার রনিক, অধ্যাপক আব্দুল আহাদ ও আজিম মাহমুদ প্রমুখ।

এদিকে শনিবার সকাল ও দুপুরে ফুলবাড়ী ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান ফয়সল এবং লক্ষনাবন্দ ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি নছিরুল হক শাহীনের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে  পৃথক স্থানে গনসংযোগ করেন জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম সহ বিএনপি নেতৃবৃন্দ। পৃথক গনসংযোগে উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ময়ুর, মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী, বিএনপি নেতা হাসান ইমাদ, আব্দুল খালিক, রেজাউল ইসলাম রনি, সেলিম আহমদ, গোলাম আজম শাইস্তা, নজরুল ইসলাম, মামুনুর রশীদ, শওকত আহমদ, কামাল উদ্দীন খান বেলাল ও হেলাল আহমদ বেলাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত