সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০১৬ ২৩:৩৬

জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সংস্কৃতি কর্মী ও সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে। এটা একটি জাতীয় সমস্যা। সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জঙ্গী তৎপরতা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ ও যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন শিরুলের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নাট্য ব্যক্তিত্ব লায়েক আহমদ, মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সিনিয়র সহ-সভাপতি প্রিন্স সদরুজ্জামান, জয়নাল আবেদীন জুয়েল, বিজন রায়, বিপ্রদাস ভট্টচার্য, সুকোমল সেন, শ্যামল কান্তি সেন, মিশফাক আহমদ শিশু, বাউল মনিবুর রহমান সরকার, বাউল কালা মিয়া, মুহিব আলী, এম. আহমদ আলী, আঞ্জুমান জালালাবাদী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জুনু মিয়া, সহ সম্পাদক আলমগীর আহমদ আলম, জেলা জাসদের সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তার আলী, সালেহ নাহিদ, ফরিদ আহমদ, নূরে আলম সিদ্দিকী, নিয়াজ খান, নূরুন নাহার, মিলাদ আহমদ, আফজাল হোসেন, বাউল খলিলুর রহমান সরকার, আলী মনা, বাদশা গাজী, কাকলী দত্ত মুন্নি, বাউল লাল মিয়া, বাউল শাহরুল রেজা, বিজন রায়, অরুন তালুকদার, কৃষ্ণ লাল দাস, আঙ্গুর মিয়া, নাট্যকর্মী মেহেরুন ওয়াহিদ, শরীফুল আলম তুহিন, নোমান আহমদ, শাহ গোলাম মোস্তাফা, কামাল মিয়া, আব্দুস সোবহান, লিটন দে প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয় নজরুল সংগীত শিল্পী পরিষদ, আরকুম শাহ শিল্পী গোষ্ঠী, বাউল সাধক আব্দুল খালিক শিল্পী গোষ্ঠী, ছড়া পরিষদ, ছড়া মঞ্চ, ললিত কলা একাডেমী, বৈশাখী শিল্পী গোষ্ঠী, নাট্যম সংগীত বিদ্যালয়, নবারুন সংগীত বিদ্যালয়, ধ্রুবতারা শিল্পী গোষ্ঠী, সুরাঞ্জলী শিল্পী গোষ্ঠী, শাস্ত্রীয় সংগীত পরিষদ, স্বরবিতাণ, সোনামণি সংগীত, নাট্যলোক সিলেট, শ্যামলবন শিল্পী গোষ্ঠী সিলেট সহ ১৬টি সাংস্কৃতিক সংগঠন।

আপনার মন্তব্য

আলোচিত