সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০১৬ ২৩:৪৫

আর্নেস্ট হেমিংওয়ের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

সিলেটে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটরস এর উদ্যোগে নোবেল বিজয়ী মার্কিন সাহিত্যক আর্নেস্ট হেমিংওয়ে এর ১১৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেছেন, হেমিংওয়ের লেখনীতে প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম ও সাফল্যের গল্প উঠে এসেছে। তার সাহিত্য কর্ম আমাদের হতাশা ও স্বপ্ন ভঙ্গের বিপরীতে আশার আলো দেখায়। তারা বলেন, আমৃত্যু সংগ্রামী এই সাহিত্যিকের রচনায় নিজের জীবন উঠে এসেছে সাবলিল ভাবে। একজন আত্মজৈবনিক লেখক হিসেবে হেমিংওয়ে সকল কালের পাঠকের কাছে সমাদৃত।

বৃহস্পতিবার বিকেলে নগরীর বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।

কবি ও প্রাবন্ধিক মবরুর আহমদ সাজুর পরিচালনায় হেমিংওয়ের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন, প্রভাষক আফজাল হোসেন, প্রভাষক সুমন রায়, প্রভাষক চৌধুরী দাউদ ফাহিম কুরেশী, তরুণ সংগঠক সুবিনয় আচার্য্য, সোলায়মান আহমদ, শাহ শরিফ উদ্দিন, রুমেল আহমদ, বাসিত আলম ও সৈয়দা দিবা।

আপনার মন্তব্য

আলোচিত