সিলেটটুডে ডেস্ক

২৩ জুলাই, ২০১৬ ২০:০৬

উপশহরে মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত সচিব

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব শনিবার সিলেট নগরীর উপশহরে মাদকাশক্তি নিরাময় ও চিকিৎসা সহায়তা কেন্দ্র এইম ইন লাইফ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মতবিনিময় সভাও করেন।

এইম ইন লাইফের চেয়ারম্যান সৈয়দ খিজির হোসেনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুরাদ হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, উপ পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, পরিদর্শক মোঃ নজিব আলী, মোঃ এমদাদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব (অতিরিক্ত সচিব) বলেন, মাদকের বিরুদ্ধে ও মাদকের কুফল সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মা-বাবাকে পারিবারিকভাবে মাদক সম্পর্কে সচেতন হতে হবে এবং সন্তানদেরকে মাদকের কুফল থেকে রক্ষা করতে হবে। এসময় এইম ইন লাইফ কেন্দ্রের রোগীদের সাথে সাক্ষাতকালে সন্তুষ্টি প্রকাশ করেন। কেন্দ্রের সেবার মান নিয়ে এবং কেন্দ্রের আসন সংখ্যা বৃদ্ধি ও মহিলা চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য পরামর্শ দেন। পাশাপাশি এইম ইন লাইফের সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন কার্যক্রমের সন্তুষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইম ইন লাইফের কার্যকরী সদস্য ডা. মাহের করিম চৌধুরী, ডা. গৌরাঙ্গ দেব, আবুল ওয়াহাব, বুরহান উদ্দিন, অজয় ভট্টাচার্য্য, মাহমুদ হোসেন খান, মোহাম্মদ আলী, শিপলু আহমদ, সৈয়দ শাইখুল ইসলাম, এবাদুর রহমান পান্না, নিতাই দে, সংকর ত্রিবেদী, জনি দেব, জুবের আহমদ, জুবায়ের আহমদ, তুহিন, সৈকত দাস, সাহিদুল আম্বিয়া, ছদরুল হোসেন, শাহজালাল চৌধুরী, সাকের মাহমুদ, তামিম আহমদ, আবির হোসেন, সালাউদ্দিন প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত