সিলেটটুডে ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৯

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেয়েদের শিক্ষার মান উন্নয়ন সহ তাদের সকল বিষয়ে নজরে রেখে বর্তমান সরকার তাদের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নিয়ে কাজ করছে। আপনার মেয়ে সু-শিক্ষিত হলে সমগ্র জাতি শিক্ষার আলোয় আলোকিত হবে। আপনার সচেতন অভিভাবক হিসাবে শিশুদের শিক্ষার পাশাপাশি বিনোদনে মনযোগী হওয়ার জন্য সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, সাহিত্য ও শিল্পের কাজ মানুষের হৃদয়ে প্রবেশ করে মনকে শুধু মুগ্ধ নয় হৃদয়কেও জাগিয়ে তোলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থর সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহবায়ক কোহেলী রাণী রায় এবং সহকারী শিক্ষিকা সাহানা জাকরীন রোমী’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক জগদীশ চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সহকারী শিক্ষিকা নাজমান বেগম, সহকারী প্রধান শিক্ষক কবির খান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন প্রেরণা দত্ত, নাফিসা তাসনিয়াহ।

আপনার মন্তব্য

আলোচিত