সিলেটটুডে ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৮

লালাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ১৩ অক্টোবর

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ব্যাপক উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা শুরু হয়েছে বাজারের ব্যবসায়ীদের মধ্যে। নির্বাচন ঘিরে প্রচারণা শুরু হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন।

ফেসবুকে পোস্টার পোস্ট করা হচ্ছে। কোনো কোনো প্রার্থী প্রচার কার্ড বিলি করছেন। প্রতীক এখনো পাননি প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন তারা। ইতোমধ্যে বাজারের সকল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এতে বাজারের বৈধ ব্যবসায়ীদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আগামী নির্বাচনে বাজার কমিটি আরও শক্তিশালীভাবে উন্নয়ন ও ব্যবসায়ীদের দাবি আদায়ে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য ছিল। এই দিনে মনোনয়নপত্র দাখিলকে ঘিরে লালাবাজারে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। পশ্চিম বাজারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের হাতে মনোনয়নপত্র দাখিল করেন বাজার কমিটির সাবেক সভাপতি এনাম মিয়া চৌধুরী।

এরপর একে একে আরও ব্যবসায়ীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল ওয়াহাব খাঁন খোকা, নির্বাচন কমিশনার হাজী ফারুক আহমদ, বাজার পরিচালনা উপ কমিটির শহীদ রেজা মেম্বার, সিতার মিয়া, ফজলু মিয়া, হেলাল মিয়া মেম্বার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জহির আলী, এনাম মিয়া, নিজাম উদ্দিন, মুহিব মিয়া, লয়লুছ মিয়া, মাসুক মিয়া, লকুছ উদ্দিন, সুফি মিয়া, সফিক মিয়া, নুর ইসলাম, আবদুল আলী, মবশ্বির আলী, মাহবুব মিয়া, সালাম মিয়া, লয়লুছ মিয়া, খালেদ আহমদ, আজাদ মিয়া, রাসেল আহমদ, হাজি মনির মিয়া।

উল্লেখ্য, নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। গভীর রাত পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন তারা। বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সসহ নানাভাবে বর্তমান চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল বিশেষ সহযোগিতা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত