সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৬ ১৮:১১

সুচি’র নোবেল পুরস্কার বাতিলের দাবি মুসলিম জাগ্রত জনতার

মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে এবং আন্তর্জাতিক আদালতে এ সকল হত্যার বিচারের দাবীতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মুসলিম জাগ্রত জনতার উদ্যোগে শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও হত্যা বন্ধ করার আহবান জানান এবং মায়ানমারের প্রেসিডেন্ট অং সান সুচি’র নোবেল পুরস্কার বাতিল ও বাংলাদেশে অবস্থান কারী মায়ানমারের দূতাবাসের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

প্রতিবাদ সমাবেশের আগে পালবাড়ীস্থ হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে এশিয়া মহাসড়ক দিয়ে ফেঞ্চুগঞ্জের নয়াবাজার প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ সামনে এসে শেষ হয়। পরে পালবাড়ী চত্বরে বিশিষ্ট মুরব্বী আকদ্দছ আলী’র সভাপতিত্বে ও হাফীজ মোহাম্মদ জয়নুল ইসলাম এবং ক্বারী শাহরিয়ার নাজিম’র যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী ছানা মিয়া, আফতাব মিয়া, কবির আহমদ, হাফিজ জিয়াউল হক মুহিত, সুরুজ আলী, রফিক আলী, আব্দুস শহিদ, আহমদ হোসেন মামুন, ক্বারী ময়নুল ইসলাম, হাফীজ শরিফ উদ্দিন, জিল্লুর রহমান লিটন, হেলাল আহমদ, নাজমুল ইসলাম, আরব আলী, বাশার আহমদ, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, ছোটন আহমদ, রোকানুজ্জামান রোকন, মিজানুর রহমান, সেজানুর রহমান জুয়েল, হাসান আহমদ, জাসলু আহমদ সহ স্থানীয় মুসলিম জনতা।

আপনার মন্তব্য

আলোচিত