সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৭ ২১:২২

বড়লেখায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী মহিলা আলিম মাদ্রাসায় বার্ষিক শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন।

মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইরশাদ হোসাইন ও আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. হেলাল উদ্দিন, মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হাজী মোস্তফা উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ মাহমুদুল হাসান, মাদ্রাসার সাবেক সুপার মাওলানা সৈয়দ সাইফ উদ্দিন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু, মাদ্রসার গভর্নিংবডির সদস্য আব্দুল করিম, আব্দুল মান্নান, সৈয়দ আব্দুর রহিম উনু, মাওলানা ফয়জুর রহমান, শিক্ষক প্রতিনিধি হাফিজ মো. ছফর উদ্দিন, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাশহুদ আহমদ, ভিপি শুহাদা আক্তার ইমা, জিএস আবিদা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বার্ষিক শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা স্বারক তুলে দেন অতিথিবৃন্দরা।

আপনার মন্তব্য

আলোচিত