সিলেটটুডে ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৭ ২১:৩৩

মুক্তিযুদ্ধে খেলাঘর সংকলনের মোড়ক উন্মোচন

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে খেলাঘর সংকলনের মোড়ক উন্মোচন করেছে দক্ষিণ সুরমার আনন্দ খেলাঘর আসর। নগরীর মিরাবাজারে ‘সোপান’ কার্যালয়ে গত শনিবার (৭ জানুয়ারী) বিকেলে আয়োজিত সভায় সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।

খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেলাঘরের জেলা সংগঠক বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি, তুহিন কান্তি ধর, বিধান দেব চয়ন, গোলাম রাব্বাী চৌধুরী, রাজীব চক্রবর্তী, শ্রীকান্ত শর্মা, আব্দুল ওয়াল ওয়েছ প্রমুখ।

সভায় সিলেট নগরীর দূর্গাকুমার পাঠশালায় বই বিতরণী অনুষ্ঠানে নগ্ন হামলায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে শিশু-কিশোরদের উপর হামলাকারীদের শাস্তি দাবী করা হয়েছে এবং ২০১৭ সালের পাঠ্যপুস্তক ভুল ছাপায় সংশোধনের দাবী জানান বক্তারা।

 

আপনার মন্তব্য

আলোচিত