সিলেটটুডে ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৭ ২২:০২

কমিউনিটি পুলিশিং এর কাজের গতি বাড়াতে হবে : উপ-পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক বলেছেন, সমাজের খারাপ কাজগুলো বন্ধ করতে হলে প্রথমে ভালো কাজের প্রসার ঘটাতে হবে। অপরাধ দমনে জনগণকে এগিয়ে আসতে হবে। জনগণ সচেতন হলে বিভিন্ন অপরাধ এমনিতেই কমে যাবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং এর কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। রোববার (৮ জানুয়ারি) রাতে দক্ষিন সুরমার পাঠানপাড়ার জহির-তাহির মেমোরিয়াল হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানের সভাপতিত্বে এবং ২৭নং কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএমপি মোগলাবাজার থানার উপ-সহকারী পুলিশ কমিশনার মাহফুজ্জামান সরকার, মোগলাবাজার খানার অফিসার ইনচার্জ খাইরুল ফজল, সিলেট জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, ২৭নং কমিউনিটি পুলিশিং এর সভাপতি নিজাম উদ্দিন ইরান, জজ কোর্টের এপিপি এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন, লন্ডন প্রবাসী সাংবাদিক গোলাম মোস্তফা ফারুক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মালিক, হাজী তাহির মিয়া, সেলিম রানা, প্রিন্সিপাল শমসের সিরাজ সুহেল, আপ্তাব মিয়া, বিনেশ কর দুলু, বিলাল আহমদ আব্দুল আহাদ, মঞ্জুর আলম খান, কয়েছ খান, ফরহাদ হোসেন, মুমিনুল হক বকুল, ইবন খান, কাউছার আহমদ লিপন, জিসু দেব, মোজাফফর খান, আব্দুল কাদির, লক্ষণ কর, সাহেদ আলী ময়না, ময়মু আহমদ, উজ্জ্বল চন্দ্র প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত