সিলেটটুডে ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৭ ২৩:২১

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও প্রাণ-আরএফএল গ্রুফ এর পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০১৬ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সোমবার (৯ জানুয়ারী) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা বনাম বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের মধ্যকার ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। তারপর ট্রাইবেকারের মাধ্যমে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা ৪-৩ গোলে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আবদুল মোমেন, সিলেট রেঞ্জ এর ডি.আই.জি. অব পুলিশ কামরুল আহসান, বিপিএম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন এবং সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ. সাত্তার, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, ক্রীড়া সংগঠক সুপ্রিয় চক্রবর্ত্তী, গোলাম জাবির চৌধুরী জাবু ও ডাঃ আরিফ আহমদ মোমতাজ রিফা, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মঈনউদ্দিন আহমদ ও আব্দুল মালিক রাজা, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এনামুল হক মুক্তা, মাসুক মিয়া, মাহমুদ হোসেন শাহীন ও জাহান-ই-আলম নূরী রাহেল, সিলেট জেলা মহিলা ক্রীড়া সঙস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিরেট সদও উপজেলা নির্বাহী অফিসার ফাইজান মোঃ ফারাবী, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক হোসেন, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, ক্রীড়া সংগঠক আক্কাছ উদ্দিন আক্কাই, লিয়াকত আলী চেরাগ ও মিলন খান বাদশাহী, সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও সিলেট ডিএফএ এর সাবেক কোষাধ্যক্ষ মতিউর রহমান, স্পন্সর প্রান-আরএফএল গ্রুফ এর সিনিয়র ম্যানেজার এটিএম তারেক, প্রাক্তন ফুটবল খেলোয়াড় প্রবীর রঞ্জন দাস ভানু বাবু, সিলেট জেলা ক্রীড়া অফিসার আল আমিন, খেলা পরিচালনাকারী রেফারী জালাল, নাহিদ, ফেরদৌস, সমর চৌধুরী ও হাসান আলী বাদল।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের গোলরক্ষক রাজ্জাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

আপনার মন্তব্য

আলোচিত