সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:২১

সিলেটে বিভিন্ন সংগঠনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় সিলেটে পালিত হচ্ছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি পালিত হচ্ছে।

জেলা আইনজীবী সমিতি
একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটের পর সমিতির পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সাবেক সভাপতি এডভোকেট জামিলুল হক জামিল ও এডভোকেট এ.কে.এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আকমল খান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট এমদাদুল হক, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদ আহমদ, সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর সমিতির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট খোকন কুমার দত্ত, এডভোকেট সৈয়দ শাহ জাহান, এডভোকেট টি.এম.মুহি উদ্দিন, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট মোঃ হেদায়াত হোসেন তানভীর, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট শাহান প্রমুখ।

স্কলার্স একাডেমি
সিলেট সদর উপজেলার স্কলার্স একাডেমিতে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্কলার্স একাডেমির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মকসুদ আহমদ মকসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ। প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মোস্তফা জয়নুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তাকিম খান মোস্তাক। বিষয়ভিত্তিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নাসরিন আক্তার মিশু, সালেহা বেগম, আবু সাইদ আহমদ, হাবিবা বেগম, ফারজানা বেগম, শিবলি আক্তার, রাফেকা বেগম, একাডেমির পরিচালক আনোয়ার হোসেন মঞ্জু, আব্দুর রহিম, বিলাল আহমদ প্রমুখ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে সিলেট জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা সভাপতি গৌতম চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু তাহের, ধ্রুব গৌতম, রাজু আহমদ কামাল, মহিলা ও শিশু শিল্পী বৃন্দ।

 

মানবাধিকার সাংবাদিক কমিশন
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, সমকাল’র স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সিলেট কণ্ঠ ২৪ এর বিশেষ প্রতিবেদক অমিতা সিনহা, সিলভিউর স্টাফ রিপোর্টার হেনা মম, সদস্য মাছুম আহমদ প্রমুখ।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত