সংবাদ বিজ্ঞপ্তি

২৯ জুলাই, ২০১৭ ১৯:৪৮

শোক দিবস উপলক্ষে মহানগর শ্রমিকলীগের সভা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার (২৯ জুলাই) তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ সভাপতি, জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসব্যাপী মহানগর শ্রমিকলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। ১ আগস্ট রেজিস্টারী মাঠে সকাল ১১টায় শোক র‌্যালী, ৮ আগস্ট মদিনা মার্কেটের পয়েন্টে, ১২ আগস্ট আম্বরখানা পয়েন্টে, ১৭ আগস্ট মুক্তিযোদ্ধা চত্বরে, ২২ আগস্ট কাজির বাজার পয়েন্টে, ২৪ আগস্ট টিলাগড় পয়েন্টে, ২৬ আগস্ট তেররতন পয়েন্টে, ২৮ আগস্ট কোর্ট পয়েন্টে বিভিন্ন ওয়ার্ড ও বেসিক সংগঠনের উদ্যোগে শোক সভা আয়োজনের সিদ্দান্ত গ্রহণ করা হয়। তাছাড়া ১৫ আগস্ট উপলক্ষে মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মধ্যে শিরণী বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়। এসব কর্মসূচী সর্বাত্মকভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভায় বিভিন্ন ওয়ার্ড ও বেসিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আফিকুর রহমান আফিফ, মাসুক আহমদ, শফিক আহমদ, আতিয়ার রহমান, পার্থ প্রতিম মিত্র, নজরুল ইসলাম, মাহফুজ মিয়া, শাকিল তালুকদার, শাহিন আহমদ, রিয়াজ উদ্দিন বাবু, পুলক সরকার, বীর মুক্তিযোদ্ধা মরম আলী, গোলাম মস্তফা, মনোয়ার হোসেন, শাহিন আহমদ, রঞ্জন চন্দ্র গৌড়, শাহেদ আহমদ, তারেক আহমদ, রাজু আহমদ, হরিলাল দাস, আবু নাসের বেপারী, আব্দুর রহমান কাঞ্চন, আলম মোল্লাহ, আব্দুল মান্নান, আব্দুল মালেক তালুকদার, আব্দুল জলিল, কয়েস আহমদ, রাসেলুজ্জামান, মাসুম আহমদ তারেক, জাহাঙ্গীর আলম, শেখ হেলাল, কামাল হোসেন, সাব্বির আহমদ, আবু সাঈদ, ফরহাদ হোসেন, নাজিম উদ্দিন, ফাতেমা বেগম, মিন্টু আহমদ, মোশাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, রিপন হাওলাদার, আনোয়ার হোসেন, খালেদ মিয়া, আব্দুল হামিদ, রিন্টু তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, ফাহিম চৌধুরী, শহিদ হাওলাদার, জসিম উদ্দিন, সিরাজ আহমদ, আবু তাহের, সুমন আহমদ, কুনু মিয়া, কাজিবুল ইসলাম, আলাল আহমদ কাজল, ইদ্রিস আলী, রাইমূল ইসলাম প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত