সংবাদ বিজ্ঞপ্তি

২৯ জুলাই, ২০১৭ ২০:২২

সরকার জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে : এডভোকেট শামসুল

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে অসামান্য অগ্রগতিতে বিশ্বে প্রশংসিত। দেশের মাদ্রাসা শিক্ষার ব্যাপক প্রসারে প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। যারা দেশকে জঙ্গি রাষ্ট্র করতে চেয়েছিল, তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। জঙ্গি দমনে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ধর্মীয় শিক্ষার মাধ্যমে সমাজ থেকে অত্যাচার অনাচার দুর করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সুনামগঞ্জের দিরাই উপজেলার শামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শামারচর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিরাইয়ের শামারচর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি জনাব জাকির হোসেনে হান্নান এর সভাপতিত্বে এবং হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার, চরনারচর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুস শহীদ, নবদাখিল মাদ্রাসার সুপার কেএম সুলতান মাহমুদ, হাফিজিয়া মাদ্রাসার সুপার হাফিজ রফিকুল ইসলাম, তালামিজে ইসলাম দিরাই উপজেলা শাখার সাধারণ মৌলানা আবু সাঈদ সৈয়দ, মৌলানা কাজি আব্দুল আওয়াল, সাংবাদিক খালেদ মিয়া, তাতীলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নোমান আহমদ, সহ-সভাপতি আব্দুল মোমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি বিজিত লাল দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু ছালিম,যুবলীগ সভাপতি আমির হামজা, দৌলত পুর মসজিদ কমিটির মোতায়াল্লী ফজলুর রহমান, মৌলানা তাজুল ইসলাম, মৌলানা আতাহার আলী, মৌলানা জসিম উদ্দিন, আবু মুছা, আবু সাঈদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল হাফিজ, নুরুল ইসলাম, মৌলানা আবিদুল গনি, আব্দুল ওয়াদুদ, সুফি মিয়া, নৌশাদ মিয়া, রফু মিয়া, আক্কাস মিয়া, আমজদ মিয়া, আকিক মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত