সংবাদ বিজ্ঞপ্তি

২৯ জুলাই, ২০১৭ ২৩:০৪

পৌরকর্মকর্তা কর্মচারীদের বেতন আদায়ের দাবি সঠিকভাবে তুলে ধরার আহবান সায়রা মহসিনের

রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরকর্মকর্তা কর্মচারীদের বেতন আদায়ের দাবি সঠিকভাবে তুলে ধরতে পারলে প্রধানমন্ত্রী এ দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন সৈয়দা সায়রা মহসিন এমপি। মৌলভীবাজারে অনুষ্ঠিত পৌরকর্মকর্তা কর্মচারীদের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি সংসদ অধিবেশনে পৌরকর্মকর্তা কর্মচারীদের এ দাবি গুরুত্বের সাথে তুলে ধরবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। পাশাপাশি এ দাবির স্বপক্ষে ব্যক্তিগতভাবেও প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে উল্লেখ করেন।

শনিবার (২৯ জুলাই) মৌলভীবাজারের জনমিলন কেন্দ্রে দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের সবকটি পৌরসভাসহ সিলেট বিভাগের সব পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা ওই সমাবেশে অংশগ্রহণ করেন। বাংলাদেশ পৌরকর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে সিলেট বিভাগীয় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন এ দাবী শুধু পৌরকর্মকর্তা কর্মচারীদের নয় বরং এ দাবি মেয়রদেরও।

তিনি বলেন, রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরকর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা হলে কোনভাবেই মেয়রদের ক্ষমতা খর্ব হয়না। বরং কর্মকর্তা-কর্মচারীরা ভাল থাকলে জনগণকে সেবা দেয়া ও সমাজের উন্নয়ন আরও জোরদার হবে।

সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিনসহ ও কাউন্সিলররা পৌরকর্মকর্তা কর্মচারীদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, যেহেতু জনগণের প্রতিনিধি মেয়ররাও এ দাবীর পক্ষে সেহেতু এ দাবী জনগণেরও।

বাংলাদেশ পৌরকর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা বলেন, সারা বাংলাদেশের ৩২৭ টি পৌরসভার ৩২ হাজার ৫ শ কর্মকর্তা-কর্মচারীদের দাবি রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা। আর এ দাবি আদায়ে কোন আপোষ করা হবেনা।

সমাবেশে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বক্তব্য রাখেন পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

আপনার মন্তব্য

আলোচিত