সিলেটটুডে ডেস্ক

০১ আগস্ট, ২০১৭ ০০:১৩

‘প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবক লীগই হবে মূল চালিকা শক্তি’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. মোল্লা মোহাম্মদ আবু কাওছার বলেছেন, স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে পরিচিত এ সংগঠনের নেতাকর্মীরা দেশ তথা জনগণের স্বার্থে কাজ করতে সর্বদা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ বাস্তবায়নে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে স্বেচ্ছাসেবক লীগ এমন কথা উল্লেখ করে তিনি বলেন, আগামীতেও এ দলের নেতাকর্মীরা একাট্টা হয়ে কাজ করবে। রূপকল্প ২০২১- এ প্রধানমন্ত্রী যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছেন, সেগুলো বাস্তবায়নে মুখ্য ভূমিকা রেখে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক লীগ বাংলার ইতিহাসের অংশ হিসেবে থাকবে।

তিনি সোমবার (৩১ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে পুষ্পস্তবক অর্পন কালে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, এড. কামাল উদ্দিন আহমদ, এড. বেলাল উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আপ্তাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আহবাব মিয়া, মোসাদ্দেক হোসেন কামাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবু উস সামাদ রিজভী, মুজিবুর রহমান মালদার, বনশ্রী দাস অপু, এম এ সামাদ, জাহাঙ্গির আলম, আক্তারুজ্জামান,  সফিকুল ইসলাম সফিক, এম এ হান্নান, এম রশিদ আহমদ, সেলিম চৌধুরী, ধনঞ্জয় দাস ধনু, নজরুল ইসলাম রানা শেখ, রাহুল চৌধুরী, ডা. রফিকুল হাসান জুয়েল ও জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, মাজাহারুল ইসলাম সুমন ও বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, মুমিনুর রশীদ সুজন, গোলাম হাসান চৌধুরী সাজন, ওয়ালী উল্লাহ বদরুল, দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল, সহ-দপ্তর সম্পাদক রিপন আহমদ, প্রচার সম্পাদক রাজেশ দাশ রাজু, সহ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ উমর ফারুক ফরহাদ, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহাদ সুলতান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুয়েদুর রহমান চৌধুরী মনি, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আলম, জনশক্তি ও কর্মসংস্থান বিষয় সম্পাদক জিয়াব আহমদ তাফাদার, সহ-জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষি বিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ, সহ-কৃষি বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ তালুকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক জয় দেব, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার সাদিক, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, সহ-নাট্য বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ রুমেল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহজাহান আজিজ, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রুকন মিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আরজু বাঙালি, সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক দবির খান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, মহিলা বিষয়ক সম্পাদক খোরশেদা আক্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিঠুন দত্ত, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক শমসের আলী সন্তু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফয়সল আহমেদ ফাহাদ, তথ্য ও প্রযুক্তি যোগাযোগ বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, সহ-তথ্য ও প্রযুক্তি যোগাযোগ বিষয়ক সম্পাদক এমডি ইয়াহিয়া তানজিল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ উজ্জ্বল, সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক লাহিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহিতুর রহমান রনি, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হেলাল খান, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ঝুটন পাল, সদস্য অ্যাডভোকেট বেলাল উদ্দিন, হানিফ আহমদ, মো. জামাল উদ্দিন কাওছার, সাইফুল আলম সিদ্দিকী, এনামুল হক এনাম, শাহিনুর রহমান শাহিন, কাওছার আহমদ চৌধুরী, এইচ এম ফজলে রাব্বি, আমির আলী, শাহরিয়ার হোসেন, আবুল কালাম, বিক্রম তালুকদার, আব্দুল হাদী সোহেল, খোরশেদ আলী, মির্জা আলী আহমদ, আব্দুল মনাফ, জাহাঙ্গীর আলম জাবেদ, মিসবা মির্জা, মো. আনহার মিয়া, আল সাদিক দুলাল, তপু দে, বাবুল আহমদ, সায়মন আহমদ, শাহেদ আহমদ, দিবাকর দাস, রাসেল আহমদ, সুমন রঞ্জন দাস, জুয়েল খান প্রমুখ।

এর আগে দুপুর ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে মহানগর স্বেচ্ছসেবক লীগের উদ্যোগে এক বিশাল মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে কেন্দ্রীয় সভাপতি এড. মোল্লা মোহাম্মদ আবু কাওছার কে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।

আপনার মন্তব্য

আলোচিত