সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৭ ১৭:০৩

শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার: মিসবাহ সিরাজ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে এদেশের মেহনতি শ্রমিকগণ। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, ২০১৯ সালে নির্বাচন, এই নির্বাচনে সকলকে একসাথে কাজ করতে হবে এবং শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে নির্বাচনে জয়ী হতে হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি এখন বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন।

জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান খোকন, যুবলীগ নেতা শাহেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সহ-সভাপতি রুহেল তরফদার, বর্তমান সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সহ-সভাপতি ইমরান চৌধুরী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক ইমরান খান রায়হান, শ্রমিক নেতা মাসুক মিয়া, জামাল উদ্দিন চৌধুরী, আব্দুল মতিন, মোশাররফ হোসেন জাকির, তাজ উদ্দিন আলম, ফারুক ইবনে আম্বিয়া আলমগীর, এনামুল হক লিলু, আফিকুর রহমান আফিক, আবুল বাশার, আল মামুন টিপু, সালাহ উদ্দিন মাসুম, রাসেলুজ্জামান, ইয়াসিন আহমদ সুমন, রফিকুল আলম চৌধুরী, সাঈদ ইকবাল, আবুল ফয়েজ, নাজমুল ইসলাম মাসুম, মহবুব সুফি, কানু দাস কাঞ্চন, দেলওয়ার হোসেন দিলু, আব্দুল গফফার, ওবায়দুর রহমান রিজভী, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির, শ্রমিক নেতা জকি খান, আব্দুল হাই আল হাদী, কয়েস আহমদ, তারেক আহমদ, মাসুম আহমেদ তারেক, ইব্রাহিম জাবেদ, তারেকুজ্জামান চৌধুরী, নুর উদ্দিন, সোহেল আহমদ, ধ্রুব জ্যোতি দে, জহিরুল ইসলাম, পুলক সরকার, ফরহাদ হোসেন, সামিউল ইসলাম, আলাল আহমদ, কাজল, তাজুল ইসলাম, আলী হোসেন, জিয়াউল হক জিয়া, এ.কে.এম বাসিত তুহিন, জাকারিয়া আহমদ টিপু, ফরহাদ আহমদ, আব্দুল মালেক তালুকদার, অপূর্ব চৌধুরী, আব্দুল জলিল, আব্দুল করিম পাকি, রিয়াজ উদ্দিন বাবু, টুনু মিয়া, হরিলাল দাস, সাদ্দাম হোসেন ফরহাদ, রাজন আহমেদ, আব্দুল বাসিত, সাদিক আহমদ নবীন, এমদাদ, রাসেল, রাহাত, ইকরাম হোসেন খান, আলম মোল্লা, সোহেল গাজী, তাজ উদ্দিন প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় রেজিস্ট্রারী মাঠের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত