সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৭ ১৭:০৪

ফুলসাইন্দ প্রাথমিক বিদ্যালয়ে বই-ব্যাগ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষানুরাগী সমাজসেবী, ব্যবসায়ী হাজী শহীদুল ইসলাম সাহেদের অর্থায়নে বই-ব্যাগ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভূমিদাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও শিক্ষক মো. শাহানাজ উদ্দিন এর পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার পারভেজ তালুকদার।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী হাজী শহীদুল ইসলাম সাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলসাইন্দ দ্বি- পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোজা মো. জাকারিয়া।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসেন্দ্র কুমার দাশ। বক্তব্য রাখেন ফুলসাইন্দ দারুল ক্বিরাত দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল্লা আল-মামুন, এস.এম.সি সদস্য মো. রুকন উদ্দিন, ডা. বাশির আহমদ, ইকবাল আহমদ, সাবেক মেম্বার মিছবাহ উদ্দিন।

বিদ্যালয়ের ছাত্র আনহার আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. হারু মিয়া (মেম্বার), নাছির উদ্দিন, বাছিত আহমদ, হাছনা বেগম, শিরিন বেগম, বিউটি বেগম, আব্দুল মতিন খান, মনু মিয়া, দিপক চক্রবর্তী, আওলাদ আলী, হাজী হাবিবুর রহমান, সাবেক মেম্বার মুক্তার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, মাহমুদ আলী, আলাউদ্দিন আলাই, নজরুল ইসলাম, সিরাজ উদ্দিন, হাজী রশিদ আলী, মতাহার হোসেন চৌধুরী, এস.এ. লালা, রাসেল আহমদ, উজ্জল আহমদ, নাছির উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই-ব্যাগ বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার পারভেজ তালুকদার বলেন, শিক্ষা ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজসেবী এগিয়ে আসলে শিক্ষার্থীরা শিক্ষা অর্জনে আরো উৎসাহিত হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা বই ব্যাগ পেয়ে লেখাপড়ায় আরো মনোযোগী হবে। তিনি হাজী শহীদুল ইসলাম সাহেদকে ধন্যবাদ জানিয়ে এই উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত