সংবাদ বিজ্ঞপ্তি

১৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৫৮

তুরুকখলা হাড়িয়ারচরে লায়ন্স ক্লাবের বস্ত্র বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এলাকার মুরব্বী আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক এম.এ খালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট সমাজসেবী লায়ন বাবলী চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার ডাইরেক্টর আছিয়া শিকদার, সমাজসেবী নাদিরা চৌধুরী।

উপস্থিত ছিলেন মনির আলী, মন্তাজ আলী, তবারক আলী, কন্তাজ আলী, রোমান আহমদ, আমির আলী, এলো মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনাম উদ্দিন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র মানুষের কল্যাণে লায়ন্স ক্লাব কাজ করে যাচ্ছে। সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য ও তাদের মুখে হাসি ফোটাতে এ ক্লাবের উদ্যোগ প্রশংসনীয়। দরিদ্র মানুষদের শীত নিবারণের জন্য এই ক্লাব শীতবস্ত্র বিতরণ করছে। শীতবস্ত্র পেয়ে গরীব মানুষগুলো উপকৃত হচ্ছেন। বক্তারা সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত