সংবাদ বিজ্ঞপ্তি

১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:৪৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সদর উপজেলায় গণস্বাক্ষর

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদরের টুকের বাজারে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির উপদেষ্টা শহিদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম এর পরিচালনায় প্রধান অতিথির এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানসকন্যা। এই বাংলার মাটিতে যখনই স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়েছে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র রক্ষা করছেন। সকল উস্কানির মুখে গণতন্ত্রকে বিজয়ী করার স্বার্থে বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের নির্দেশিত অহিংস আন্দোলন থেকে পদচ্যুত হওয়া যাবে না। সকলকে ধৈর্য ধারণ করতে হবে। দেশনেত্রীকে জেল থেকে বের করে আনতে জাতীয়তাবাদী আন্দোলন চলবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি একেএম তারেক কালাম, আজির উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রব চৌধুরী ফয়ছল, জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার, জেলা বিএনপির  দপ্তর সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাবিব হোসেন, মুরাদ হোসেন, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সহ শিশু বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জয়, সদস্য আব্দুর রহমান, রফিকুল ইসলাম, ফরিদ আহমদ, আব্দুল খালিক।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আকরাম আলী মাসুক, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাফির আহমদ, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক সাইদ, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, যুবদল নেতা ছয়ফুল ইসলাম, ৮নং কান্দিগাও ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আবু জাহিদ মেম্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমদ, আজির উদ্দিন, ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, সহ সভাপতি রাহুল মিয়া, ফারুক হোসেন, সুলেমান, দিলোয়ার মেম্বার, ফারুক আহমদ, ফরহাদ, আখলাক, রুস্তম আলী, কুতুব, বিএনপি নেতা তৈয়বুর রহমান, দেলোয়ার আহমদ, রকিব, জেলা যুবদল নেতা সাইদুর রহমান সাইদ, যুবদল নেতা এনাম,  সাইদুল ইসলাম, জুয়েল চৌধুরী, শানুর শিকদার, এয়ারপোর্ট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মইন উদ্দিন, তমিজুল ইসলাম, জালালাবাদ থানা যুবদল নেতা এটিএম ফয়েজ, জাকির হোসেন, জইনুদ্দিন, এইচ এম দেলোয়ার, সুন্দর আলী, দুলাল, জয়নাল, শহীদ, ইকবাল, জেলা ছাত্রদলের মানবাধিকার সম্পাদক দুলাল রেজা, সদর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, ফয়জুল ইসলাম, মোহাম্মদ আলী, রুকনুল ইসলাম শামীম, জাবেদ আহমদ, কামরান আহমদ অপু, কামরুল রানা, সাদিক আহমদ, ছাত্রদল নেতা সালাহ উদ্দিন ইমরান, জাবেদ, সয়ফুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত