সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৮ ০২:৩৪

আবারো বড় সাফল্য পেল সিলেট জেলা উশু দল

১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক লাভ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আয়োজিত তৃণমূল উশুকাপ প্রতিযোগিতা ২০১৮-এ সিলেট জেলা উশু দল অংশগ্রহণ করে সর্বমোট ৬টি পদক লাভ করেছে।

গত ২৮ ও ২৯ মার্চ বরিশাল আঞ্চলিক বিকেএসপি জিমনেশিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৫টি জেলার উশু দল অংশগ্রহণ করে।

খেলায় অংশগ্রহণকারীরা উশু সান্দা, তাউলু ইভেন্টে প্রতিযোগিতায় সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এতে সিলেট জেলা উশু দল একটি স্বর্ণ ও দুটি রৌপ্য, ৩টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ৬টি পদক লাভ করে।

প্রতিযোগিতায় টিম কোচ ছিলেন আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন ও টিম ম্যানেজার ছিলেন হাবিবুর রহমান সুমেল।

প্রতিযোগিতায় খেলোয়াড়বৃন্দ হলেন স্বর্ণপদক প্রাপ্ত (তাউলু নানচুয়ান) আমিনুল ইসলাম তামিম, রৌপ্য পদকপ্রাপ্ত (চানচুয়ান) মাসুম আহমদ হৃদয়, রৌপ্য পদকপ্রাপ্ত (তাইচি) রাজন তালুকদার, ব্রোঞ্জ পদকপ্রাপ্ত (সান্দা) মুসলিম হাসান নিহাদ-৪২ কেজি, সুকান্ত রায়-৪৪ কেজি ও সাব্বির আহমদ- ৪৮ কেজি।

আপনার মন্তব্য

আলোচিত