সংবাদ বিজ্ঞপ্তি

০৩ এপ্রিল, ২০১৮ ০২:৪৯

সিলেটে জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলোচনা সভা, ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জাতীয় যুব সংহতির সিলেট জেলা ও মহানগর শাখা।

এ উপলক্ষে সোমবার ২ এপ্রিল বেলা ২টায় সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ যুব সংহতির কার্যালয়ে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়।

যুব সংহতি সিলেট মহানগর শাখার সভাপতি মো. সুফিয়ান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব সংহতির কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি আলতাফুর রহমান আলতাফ।

যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জালালাবাদ প্রাদেশিক সাংগঠনিক ইসমাইল আলী আশিক, সিলেট জেলা পরিষদের সদস্য মো. আশিক মিয়া, যুব সংহতি নেতা মুরাদ আহমদ শাহীন, মো. আব্দুল হান্নান রুমন, হোসেন আহমদ, হাবিবুর রহমান স্বপন, হাসান আহমদ, আব্দুস শহীদ, সাইফুল ইসলাম, বুলবুল আহমদ, জলিল মিয়া, গোলাম জবদানী, মো. শাহ আসাদ, নাজমুল ইসলাম চৌধুরী, মামুন আহমদ, হাবিবুর রহমান মনু, বেলাল আহমদ, মতিউর রহমান, সৈয়দ মায়াজ আহমদ তালহা, মানিক উদ্দিন, নাসির আহমদ, আসাদুজ্জামান, দুলাল আহমদ, আশ্রফ আলী, অরুণ দেবনাথ, আতাউর রহমান, সাজন শিব (২), স্বপন, মাছুম, শিমুল, সোবহান, স্বপন রাজ, সেলিম আহমদ, সাহেদ আহমদ, নাসির আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী হুসাইন মুহাম্মদ এরশাদের হাতকে আরো শক্তিশালী করতে যুব সংহতির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পরে জাতীয় যুব সংহতির সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। 

আপনার মন্তব্য

আলোচিত